সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তদন্ত না করে অহেতুক গ্রেপ্তার নয় : এসপি 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

তদন্ত না করে অহেতুক গ্রেপ্তার নয় : এসপি 

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গত সোমাবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। নারায়ণগঞ্জ জেলাকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত এমন যেকোনো ব্যক্তিকে কোন ছাড় দেয়া হবে না।

এ বিষয়ে তিনি বলেন, আপনারা যদি কোথাও কোন প্রমাণ পান যে আমার পুলিশেরও কেউ মাদক কারবারিকে কোন ধরনের সহায়তা বা মাদকের সঙ্গে জড়িত তাহলে আমাকে প্রমাণসহ তথ্য দিবেন। আপনারা সঠিক প্রমাণ দিলে আমি অবশ্যই ব্যবস্থা নিব। 

ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা বলেছেন সাংবাদিক ভাইদের নামে প্রতিহিংসার কারণে একটি মহল হয়রানিমূলক মিথ্যা মামলা দিচ্ছে। আসলে যে কেউ বাদী হয়ে মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে এই না যে তার জেল-হাজত হয়ে যাচ্ছে। 

অথবা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রাথমিক একটা পর্যায়। এরপর আমরা শতভাগ নিরপেক্ষভাবে প্রকাশ্যে ও গোপনে তদন্ত করবো। তারপর যদি কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সে অভিযুক্ত হবে।

ঘটনার সঙ্গে জড়িত হওয়ার সত্যতা না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেয়া হবে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখাসহ সুন্দর নারায়ণগঞ্জ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় নারায়ণগঞ্জ জেলার অন্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

টিএইচ